ভাঙ্গুড়া প্রতিনিধি:
সোমবার ৩ কেজি গাঁজাসহ র্যাব তিন ব্যক্তিকে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এরা হলো ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামের ফরিদুল ইসলাম(৪০) ও আব্দুল আজিজ(৫০)। অপর ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন(৩৭)। তিনি তাড়াশ উপজেলার শাকুয়া দিঘী গ্রামের বাসিন্দা। মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের সময় মাদারবাড়িয়া গ্রাম থেকে র্যাব সদস্যরা তাদের আটক করে।
ভাঙ্গুড়া থানার ওসি মু.ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।