ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় আইন শৃংখলার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আইন শৃংখলার মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভনি পাখি,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোছাঃ হালিমা খানম, ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান,ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব আলম, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রমুখ।