মানিকগঞ্জ প্রতিনিধি/
মানিকগঞ্জের সদর উপজেলায় রিক্সা চুরির অভিযোগে আলমগীর হোসেন (৩০) নামে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে উপজেলার চান্দহুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলমগীর হোসেন জেলার সাটুরিয়া উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা। তাকে নির্যাতনের ঘটনায় চান্দহুর গ্রামের মৈউর আলীর ছেলে আলী মুদ্দিন ও দানেজ মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে আলমগীর হোসেন মৈউর আলীর রিকশা ভাড়ায় চালাতেন। হঠাৎ একদিন রিকশাসহ আলমগীর নিখোঁজ হন। দীর্ঘদিন তার হদিস মিলছিল না। শনিবার সকালে এলাকায় হঠাৎ আলমগীরকে দেখতে পেয়ে মৈউর আলীর ছেলেরা তাকে ধরে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। আলমগীরকে রিকশা চুরির অভিযোগে কয়েক দফায় মারপিট করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং মৈউর আলীর দুই ছেলেকেও আটক করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আলমগীর হোসেনকে উদ্ধার ও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। তদন্ত করে জানা গেছে, আলমগীর একজন পেশাদার রিকশা চোর। তার বিরুদ্ধে সাটুরিয়া ও ধামরাই থানায় মামলা রয়েছে। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া নির্যাতনের ঘটনায় আটক আলী মুদ্দিন ও দানেজ মিয়ার কাছ থেকে মুচলেকা নিয়ে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।