বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ইউপি নির্বাচনে ফরিদপুর উপজেলা ডেমরা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আলহাজ হোসাইন জয়। সেই লক্ষ্যে তিনি তৃণমূল পর্য়ায়ে ব্যাপক গণসংযোগ করছেন।
মোঃ আলহাজ হোসাইন জয় পিতা মৃত জিন্নাহ খান জন্ম ১৯৮৭ সালের ১২ই জানুয়ারি পাবনা জেলার ফরিদপুর উপজেলা ডেমরা ইউনিয়নের শাকপালা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে।
জানা গেছে, ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকারের সময় বাংলাদেশ ছাত্রলীগ ডেমরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এর মাধ্যমে ছাত্র রাজনীতিতে হাতে খড়ি হয়। সম্মুখভাগে থেকে মিটিং মিছিলে নেতৃত্ব দিয়েছেন। যার ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেন। ফরিদপুর উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক থাকা অবস্থায় ঢাকা সরকারি তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজে সমাজ বিজ্ঞান বিষয়ে অর্নাসে ভর্তি হন।
সমাজ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। তত্বাধায়ক সরকারের সময় নেত্রী মুক্তি আন্দোলনে সক্রিয় অংশ গ্রহন করেন। পরবর্তিতে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির আহবায়ক সদস্য নির্বাচিত হন।
২০১৪ সালে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলীয় সকল মিটিং মিছিলে অংশ গ্রহন করি যার ফলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক নির্বাচন পরিচালনার সদস্য নির্বাচিত হই। ২০২০ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।
বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল শ্রেণি লোকজনের সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।