পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সবুজ(৩৫) নামে একজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার সকালের দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুন পাড়া এলাকার কবর স্থান সংলগ্ন নদীর ঘাট এলাকায় এঘটনা ঘটে।
সবুজ ওই এলাকার নিজাম উদ্দীনের ছেলে। ঘটনার বিষয়ে সবুজের পিতা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, সবুজ গুমানি নদীর নৌবাড়িয়া কবরস্থান এলাকায় পানির নিচে দাউন বড়শি দিয়ে মাছ ধরছিলেন। অপরদিকে একই এলাকার আব্দুল আলীম,ইদিল, শাহীনসহ চায়না দুয়ারি ও বাদাই জাল দিয়ে নদীতে মাছ ধরার সময় বাদাই বা চায়না দুয়ারি জালের সাথে ডুবা দাউনের বড়শী লেগে দাউন ছিঁড়ে যাওয়াকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যার দিকে সবুজ ও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটির জের ধরে মঙ্গলবার সকালে সবুজ দাউন দেখার উদ্দেশ্যে নৌবাড়িয়া কবরস্থান এলাকার নদীর ঘাটে গেলে পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল আলীম,ইদিল ও শাহীনসহ সবুজকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মাথায় জখমসহ আহত করে। পরে সবুজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় সবুজের পিতা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান অভিযোগের এব্যপারে বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।