মৌলভীবাজার প্রতিনিধি /
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার চন্ডিপুর জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। সূত্র জানায়, কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের অন্তর্গত চন্ডিপুরের চন্ডিপুর জামে মসজিদ অবস্থিত। মসজিদটির সম্মুখে রাস্তার পাশে সাধারণ নাগরিকদের দান করার জন্য পাকা দানবক্স স্থাপন করে মসজিদ পরিচালনা কমিটি।
মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাতেন জুমার নামাজের খুতবা পাঠের আগে উপস্থিত মুসল্লিদের চুরির ঘটনা জানান। উপস্থিত মুসল্লিরা এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানান।
মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো. মোসাইদ আলী মসু বলেন, আমরা ১৫-২০ দিন পর পর দানবাক্সটি খুলে বেশ কিছু টাকা পেতাম। এই টাকা মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হতো। বৃহস্পতিবার রাতের আঁধারে কে বা কারা বাক্সটির তালা ভেঙে তালাসহ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় মামলা করা হবে না। তবে এলাকার মুসল্লিদের ঘটনাটি অবগত করা হয়েছে।