পাবনার ভাঙ্গুড়া প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসান সিদ্দিকী হেলালের দ্রুত আরোগ্য কামনা করে মঙ্গলবার রাতে ভাঙ্গুড়া প্রেসক্লাবে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাক ও ডেইলি নিউ নেশন পত্রিকার প্রতিনিধি অধ্যাপক মাহবুব উল আলম এর সভাপতিত্বে সাংবাদিক হেলালের সম্পুর্ণ সুস্থতা কামনা করে এই দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে মোনাজাত পরিচালনা করেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ কারী মো: আশরাফ আলী।
প্রেসক্লাব আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নেন হেলালের বড় ভাই মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী বাচ্চু,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এবং দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাংবাদিক প্রভাষক গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার প্রতিনিধি মো: আয়নুল হক,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি মো: রায়হান আলী,ভাঙ্গুড়া বার্তার সম্পাদক সাংবাদিক অধ্যক্ষ বদরুল আলম,দৈনিক আমাদের সময় প্রতিনিধি প্রভাষক আব্দুর রহিম,দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মো: মানিক হোসেন, দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি আব্দুল খালেক,দৈনিক কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক মো: মাসুদ রানা, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক শাহাবুল ইসলাম পিপুল,প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ও চলনবিলের আলোর বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম আপন,সিনিয়র সাংবাদিক সানোয়ার হোসেন,সাংবাদিক মিনু খান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক ,সাংবাদিক আব্দুল আজিজ ও সাংবাদিক মেহেদি হাসান রানা প্রমুখ।
উল্লেখ্য, মোহাম্মদ আবুল হাসান সিদ্দিকী হেলাল সম্প্রতি রেকটাল টিউমারে আক্রান্ত হন এবং বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে জানান হয় বর্তমানে তিনি ভালো আছেন।