নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ১৫ বছর ও তার বেশি বয়সী নাগরিকদের নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে। গতকাল এনআইডি উইংয়ের পরিচালক (অপারেশন্স) মো. নুরুজ্জামান তালুকদার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে এনআইডি সেবার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন যাদের জন্ম ২০০৬ সালের ১ জানুয়ারি ও তার আগে। পরে স্বয়ংক্রিয়ভাবে ১৮ বছর পূর্ণ হলে তারা ভোটার তালিকাভুক্ত হয়ে যাবেন।
উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। সংশোধন, স্থানান্তরসহ নিয়মিতভাবে নতুনদের যুক্ত এবং মৃতদের বাদ ভোটার তালিকা হালনাগাদ হয়। সবশেষ ২০১৯ সালে একসঙ্গে ১৫-১৮ বছর বয়সীদের নিবন্ধন করা হয়। ১ জানুয়ারি ২০০৪ সাল ও তার আগে যাদের জন্ম তাদের নিবন্ধনের আওতায় আনা হয়। ২০২২ সালে তাদের অনেকে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবে।