অনলাইন ক্লাসে ক্যামেরা চালু করে ক্লাস শুরু করেছিলেন যুবক। এরই মধ্যে সব ভুলে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ হয়ে পড়েন। এক পর্যায়ে শারীরিক সম্পর্কেও মিলিত হন তারা। সম্প্রতি ভিয়েতনামের হো চি মিন শহরের এ ঘটনা ক্লাসে অংশগ্রহণকারীরা তো দেখেছেন বটেই; একই সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় তা দেখেছেন অনেকেই।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, নিজের কম্পিউটারের ক্যামেরা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন ওই যুবক। ফলে সবার সামনেই ঘটেছে পুরো দৃশ্য।
ক্লাস চলাকালীন ওই ছাত্র প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক শুরু করার পরে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষক। তিনি চিৎকার করে বলেন, ‘তুমি কী করছ? ক্লাস চলাকালীন প্রেমিকার সঙ্গে সঙ্গম করছ তুমি! তাও আবার ক্যামেরার সামনে।’ অধ্যাপকের এই চিৎকার শুনে হুঁশ ফেরে কলেজছাত্রের। সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্ধ করেন তিনি। যদিও তার মধ্যেই এই দৃশ্য কেউ রেকর্ড করে ফেলেছেন। নেটমাধ্যমে তা ছড়িয়েও পড়ে।
ভিয়েতনামের সংবাদপত্র লাও ডং জানিয়েছে, পরে শিক্ষক ও বাকি ছাত্র-ছাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন ওই ছাত্র। এই ঘটনার কথা মেনে নিয়েছে কলেজও। তারা জানিয়েছে, ওই ছাত্রকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কোনও ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে তারা। সেই সঙ্গে ওই ছাত্রের শারীরিক সম্পর্কের ভিডিও শেয়ার না করার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।
করোনা পরিস্থিতিতে পড়াশোনা স্কুল, কলেজের গণ্ডি টপকে চলে এসেছে কম্পিউটার, মোবাইলের মধ্যে। বাড়ি থেকেই চলছে ক্লাস। মাঝে মধ্যেই ক্লাস চলাকালীন নানা ধরনের অদ্ভুত ঘটনা সামনে