করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ মর্ডানা টিকা যুক্তরাষ্ট্র দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
শনিবার টুইটার পোস্টে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
টুইটারে মিলার বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র গ্যাভি-কোভেক্স উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে খুব শিগগিরই ২৫ লাখ মর্ডানা টিকা দেবে।
করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার অঙ্গীকার হিসেবে এই টিকা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।