নতুন করে লকডাউন বা বিধি-নিষেধের সময় বাড়ানোর কারণে দোকানপাট, শপিংমল বন্ধ রাখা হবে কিনা সে বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ঈদের আগে সরকার ১৬ মে পর্যন্ত লকডাউন বা বিধি-নিষেধের সময় নির্ধারণ করেছিল। তবে আজ চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও সাতদিন অর্থাৎ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে।
এখন সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আমরাও সিদ্ধান্ত জানাবো আগামীকাল। ’
এদিকে, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান লকডাউন বা বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।