স্ত্রীর সঙ্গে ঝগড়া করার সময় ‘রাগের মাথায়’ ৯ মাসের কন্যা শিশুকে মেঝেতে আছাড় দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে! ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই শিশুর। পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে ঘাতক বাবা রহমান শেখকে।
মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের ডোমকলের রায়পুর পঞ্চায়েতের শেখপাড়া গ্রামে। মৃত শিশুটির নাম ফাতেমা খাতুন।
পুলিশ জানিয়েছে, রহমান বদমেজাজি হিসেবেই এলাকায় পরিচিত। কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীর ওপর তিনি অখুশিই ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও লেগে থাকত। মঙ্গলবার দু’জনের মধ্যে অশান্তি শুরু হয় স্ত্রীর বাবার বাড়ি যাওয়াকে কেন্দ্র করে। তার স্ত্রী ঈদে বাবার বাড়ি যেতে চেয়েছিলেন। এ নিয়েই দু’জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়।
পুলিশ জানিয়েছে, শিশুটি মায়ের কোলেই ছিল। মা-বাবার মধ্যে চিৎকার দেখে সেও ভয়ে কাঁদতে শুরু করে। তখনই বিরক্ত হয়ে মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে মেঝেতে আছাড় মারেন রহমান। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
সূত্র: আনন্দবাজার