প্রথম ডোজ নেওয়ার ৫৭ দিন পর করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও টিকার দ্বিতীয় ডোজ নেন।
বৃহস্পতিবার (৬ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতি কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
টিকা নিয়ে এই মহামারিকালে রাষ্ট্রপতি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বলেও জানান জয়নাল আবেদীন। এর আগে ১০ মার্চ কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছিলেন আবদুল হামিদ।