করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন। ভারতে করোনার ইতিহাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এছাড়া একই সময়ে নতুন করে ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা টানা সপ্তম দিনের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।
নতুন সংক্রমণের জেরে ভারতে মোট শনাক্তের সংখ্যা হলো ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন। সেই সঙ্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৮৭ জন।
যুক্তরাষ্ট্রের পর করোনায় দ্বিতীয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত।