“নিজে সুরক্ষিত থাকুন চারপাশ নিরাপদ রাখুন” এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী করোনার ভয়াবহ সংক্রমন চিকিৎসা খাতে সেবার অপ্রতুলতা প্রতিদিন নতুন করে সংক্রমিত ও মৃতের প্রতিযোগিতা নতুন করে প্রতিদিন আক্রান্ত ও মৃতের রেকর্ড ভাঙ্গাগড়ার মাঝে করোনার বেপরোয়া বিস্তার রুখে দিতে সরকার কর্তৃক আসছে ১৪ই এপ্রিল কঠোর লকডাউনের নির্দেশনাকে সময়োপযোগী যথার্থ সঠিক সিদ্ধান্ত বলে অভিমত প্রকাশ করেছেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জের আহবায়ক বদরুল হক।
তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারিতে আমরা আজ আতঙ্কজনক পরিস্হিতির মুখোমুখি গত মার্চ মাসের শেষ থেকে এখন পর্যন্ত সামান্য কয়দিনের ব্যবধানে প্রতিদিনের আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান আতঙ্কে উঠার মতো।
ইতিমধ্যে হাসপাতাল ক্লিনিক গুলিতে স্বাস্হ্যসেবা খাত রোগীর চাপ সামলে নিতে হিমসিম খাচ্ছে ও পর্যাপ্ত অক্সিজেন সেবা টুকু দেয়া সম্ভব হচ্ছেনা।
রোগীর স্বজনদের আর্ত চিৎকারে চারপাশ ভারি হয়ে উঠছে এমনি পরিস্হিতিতে সংক্রমন কে একটি নির্দিষ্ট পরিমন্ডলে আটকে দেয়া ও সুস্থ মানুষগুলো কে আক্রান্তদের কাছ থেকে বিচ্ছিন্নকরণে সরকার ঘোষিত লকডাউনের কোনো বিকল্প নেই।
রাষ্ট্রীয় এমনি আপদকালিন সময়ে অসহায় হতদরিদ্র যারা লকডাউনে কর্মহীন হয়ে পড়বে তাদের মাঝে আর্থিক সহযোগিতা খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্য তিনি সরকারের পাশাপাশি সামর্থ্য মাফিক সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।
বিশেষকরে বিত্তবান শিল্পপতিদের যার যার এলাকায় মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্রের তালিকা তৈরী করে সেচ্ছাসেবক দিয়ে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দিয়ে দেশ ও জাতিকে এমনি সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় ভুমিকা রাখার আহবান জানান মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজের নারায়ণগঞ্জের আহবায়ক বদরুল হক।