আসবে কখন সুবেহসাদ?
মোঃনূরুজ্জামান সবুজ
বিদগ্ধ জীবনে আদিগন্ত বালুচর
সমুখে হেরি অন্ধকার শুধু অন্ধকার
রাত্রি গভীর হয় ওঠেনাতো চাঁদ
দীঘল রাতি শেষ হবে কখন –
শিরিন হাওয়ায় গজল গাওয়ার
আসবে কখন সুবহে সাদ?
উত্তাল সাগরের জলাঙ্গী ঢেউ ফেলে
হেরার আলোয় কখন এসেছি চলে
সাহসী নাবিকের আলোঝলমল বন্দরে-
কালের অশ্বারোহীর দূরন্ত ছুটে চলা
মীনারে মীনারে বাজে আহ!কি মধুর সুর
আচ্ছালাতু খাইরুম মিনান্নাউম
হৃদয় জমীনে বিছাবো জায়নামাজ
আহ! কি সাধে-কতো আহলাদ।