কবিতা – শুধু শুধুই কাঁদলে তুমি : কবি মোঃনূরুজ্জামান সবুজ
প্রতিবেদকের নাম :
-
আপডেটের সময় :
শুক্রবার, ১০ জুলাই, ২০২০
-
৪৩৯
সময় দর্শন
শুধু শুধুই কাঁদলে তুমি
মোঃনূরুজ্জামান সবুজ
————————-
শুধু শুধুই কাঁদলে তুমি
শুধু শুধু ই কষ্ট পেলে
আমার জীবন নদীর ভাঙন
কেনো তুমি দেখতে এলে?
আমার একুল ওকুল ভাঙে
বান ডেকেছে মরা গাঙে
মেঘ বিজলী বাদল এসে
স্বপ্নবোনা তলিয়ে দিলে
এসব কেনো দেখতে এলে?
জলচ্ছাসের ঘুর্ণিপাকে
করালগ্রাসে গ্রাসের বাঁকে
অন্ধকারে বন্দী করে
অতলান্তে হারিয়ে দিলে
এসব দেখে কষ্ট পেলে?
দমকা বাতাস কাপিয়ে আকাশ
বজ্র নিনাদ যায় হাঁকিয়ে
নাটাই বিহীন ঘুড়ির মতো
বৈতালীতে দেয় বাকিয়ে
দৃষ্টি আমার করেনা সৃষ্টি
দৃশ্যমান সব হারিয়ে দিলে
শুধু শুধুই কষ্ট পেলে!
Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরও খবর