সংবাদ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য আজ সোমবার ওয়ানডে আর টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডের দলে আছেন ২৪ জন, টেস্ট দলে জায়গা পেয়েছেন ২০ জন। ওয়ানডে দলে নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওদিকে মুমিনুল হকের নেতৃত্বাধীন টেস্ট দলে এবারও জায়গা পাননি মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের অন্যতম মাহমুদউল্লাহ সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। ১০ জানুয়ারি ঢাকায় পা রাখার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তবে তাদের মূল ক্রিকেটাররাই এই সফরে আসছেন না। কোভিড পরবর্তী সময়ে এটাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ। যা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। ২০ জানুয়ারি ঢাকায় প্রথম ওয়ানডে। ১১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।
টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি, সাইফ হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নূরুল হাসান, নাঈম হাসান, এবাদত হোসেন।