বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ভাঙ্গুড়ায় অগ্নিকান্ডে ক্রীড়া শিক্ষকের বাড়ি ভষ্মিভুত! ৩০ লাখ টাকার ক্ষতি ভাঙ্গুড়ায় প্রচন্ড গরম উপেক্ষা করে ক্লাস করছে প্রাথমিক শিক্ষার্থীরা ! অস্বস্তিতে ছাত্র-শিক্ষক প্রশংসনীয় উদ্যোগ- ভাঙ্গুড়ায় তাপদাহে পিপাসার্ত মানুষকে আনসার কমান্ডারের পানীয় সেবা অস্বাভাবিক গরমেও খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক ভাঙ্গুড়ায় দাদন ব্যবসার ফাঁদে পড়ে নি:স্ব হচ্ছে ক্ষুদ্র কৃষক ও ব্যবসায়ী সর্বজনীন পেনশন স্কিম- ভাঙ্গুড়ায় ৪ মাসে একাউন্ট ওপেন হয়েছে মাত্র ১৪২ ভাঙ্গুড়ায় প্রাণি সম্পদ বিভাগের জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী ঘটলো সেবা সপ্তাহের ভাঙ্গুড়ায় ৭ দিন ব্যাপি বই মেলা জমে উঠেছে উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা

হার স্বীকারের ‘কাছাকাছি’ ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪২৫ সময় দর্শন
  • Print This Post Print This Post

আনুষ্ঠানিকভাবে না হোক, পরোক্ষভাবে পরাজয় মেনে নেওয়ার একটা আভাস দিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত করতে গিয়ে তিনি বলেছেন, সামনে কে ক্ষমতায় থাকবে, তা কেউই জানে না; সময়ই সব বলে দেবে। গত শুক্রবার হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে পরাজয় নিশ্চিত হওয়ার পর এটাই ছিল ট্রাম্পের প্রথম বক্তব্য। এদিকে আরিজোনার পর জর্জিয়া অঙ্গরাজ্যেও জয় নিশ্চিত হয়েছে বাইডেনের। সব মিলিয়ে বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়াল ৩০৬। গতকাল শনিবার পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৩২টি। এ নিয়ে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের সব কটিরই ফল প্রকাশিত হলো। প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট।

গত শনিবার বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার পর এক সপ্তাহ পার হলেও আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেননি ট্রাম্প। উল্টো ভোটের দিন থেকেই কারচুপির অভিযোগ করে আসছেন তিনি। তবে শুক্রবার প্রথমবারের মতো আভাস দিয়েছেন যে হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদল ঘটতে পারে।

সংবাদ সম্মেলনে করোনা মহামারি ও সম্ভাব্য লকডাউন নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘সত্যিকারার্থে আমরা লকডাউনে যাব না। আমি কখনো লকডাউনে যাব না, এই প্রশাসনও কখনো লকডাউনের সিদ্ধান্ত নেবে না। কিন্তু ভবিষ্যতে কোন প্রশাসন ক্ষমতায় থাকবে, তা কেউই বলতে পারে না; সময়ই সব বলে দেবে।’

ভ্যাকসিনের ব্যাপারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সব মানুষ আগামী এপ্রিলের মধ্যেই করোনার টিকা পেতে পারে। এর আগেই অবশ্য জরুরি ভিত্তিতে কিছু ভ্যাকসিন বাজারে ছাড়া হবে। তবে নিউ ইয়র্ক শহরে কোনো ভ্যাকসিন সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্কের মেয়রের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘যারা টিকা তৈরি করছে, তাদের প্রতি অ্যান্ড্রু কুমোর আস্থা নেই।’

তবে এই অভিযোগ অস্বীকার করে এক সাক্ষাৎকারে কুমো বলেছেন, ‘ভ্যাকসিন কিংবা এর উৎপাদক প্রতিষ্ঠানের প্রতি নিউ ইয়র্কের মানুষের আস্থার ঘাটতি নেই। কিন্তু ট্রাম্প প্রশাসন যে পদ্ধতিতে টিকার অনুমোদন দিচ্ছে, তার প্রতি জনগণের ভরসা নেই।’

এদিকে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে সেখানকার ১৬টি ইলেকটোরাল ভোট বাইডেনের খাতায় যোগ হলো। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় জয় নিশ্চিত হয়েছে ট্রাম্পের। সেখানকার ১৫টিসহ ট্রাম্পের ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৩২।

জর্জিয়া অঙ্গরাজ্যে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্পের নির্বাচনী প্রচারদলের সদস্যরা। সেখানে বাইডেন যত ভোটের ব্যবধানে জিতেছেন, পুনরায় ভোটগণনা হলেও সেই ব্যবধান পরিবর্তন করা সম্ভব নয়। মূলত এ জন্যই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সূত্র : বিবিসি, এএফপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন - রায়তা-হোস্ট সহযোগিতায় : SmartiTHost
smartit-ddnnewsbd