ব্র্যাকের সহযোগিতায় ও বিডিএসসির উদ্যোগে নাটোর সদর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দশ দিনব্যাপি সচেতনতামুলক মাইকিং কর্মসূচি চলছে।
গত সোমবার (১৯ অক্টোবর) নাটোর সদরে থেকে ওই সচেতনতামুলক মাইকিং শুরু হয়। শহর এবং বিভিন্ন ইউনিয়নের অলিগলিতে অটোরিকসায় এই মাইকিং অব্যাহত রয়েছে। বিলচলন ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) এর নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান মজনু বিষয়টি নিশ্চিত করেন।
এস এম মজিবুর রহমান মজনু বলেন, উল্লেখিত প্রচারণার কারণে অত্র এলাকার সাধারণ জনগণ মহামারি করোনা থেকে সচেতন হয়ে চলার চেষ্টা করবে এবং নিজেকে করোনা মুক্ত রাখার চেষ্টা করবে। এতে করে মানুষ আগের চেয়ে বেশি সচেতন হবে।