উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার উপজেলার পূঠিয়া বাজার থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ এসময় তাদের নিকট থেকে ৬০ লিটার চোলাই মদ জব্দ করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উলাপাড়ার পুঠিয়া গ্রামের গোলাম মোস্তফা (৩০) ও ছোহরাব আলী (৩৫) এবং উপজেলার ছয়বাড়িয়া গ্রামের আলতাফ হোসেন (৪৫)।
উলাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, এদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।