ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ডোবার পানিতে ডুবে শারমিন আক্তার নামে ২ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার চড়ভাঙ্গুড়া পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন ওই গ্রামের মোঃ শাহিন আহম্মেদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে,বিকালে ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর হাট থেকে শিশুর বাবা শাহিন একটি বড় মাছ কিনে বাড়িতে যান। মা আইরিন শারমিনকে ঘরে রেখে মাছ কাটতে শুরু করে। শারমিন বাড়ির উঠানে খেলাধুলা করতে করতে সবার অজান্তে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে ডোবা থেকে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশুর মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।