চাটমোহর (পাবনা) প্রতিনিধি
সারাদেশের মত পাবনার চাটমোহর থানা পুলিশের উদ্যোগে আজ ১৭ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও উপজেলা পরিষদ মিলনায়তনে “নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: মাসুদ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগতিক বক্তব্য দেন- চাটমোহর থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন- চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টার। প্রধান আলোচকের বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য দেন- পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইসাহক আলী মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক শ্রী প্রবীর দত্ত চৈতন্য, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, তমা দত্ত, জামিয়া ইসলাম শান্তা, লাকী ইসলাম ঋতু, অনন্যা রানী মোহন্ত, সানজিদা ইসলাম ঐশি প্রমূখ।
মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ করণ, সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারী নির্যাতন ও ধর্ষনের মত অপরাধ প্রতিরোধ, পারিবারিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপ, নিজেদের দৃষ্টিভঙ্গী’র পরিবর্তন, সর্বস্তরে কাজের জবাব দিহিতা নিশ্চিত করণের পাশাপাশি প্রত্যেক অপরাধের ক্ষেত্রে ভিকটিমের নাম-পরিচয় গোপন রাখা, উপরন্তু অপরাধীর ছবি, নাম ও ঠিকানা প্রকাশের বিষয় গুলো আলোচনায় উঠে আসে।
অভিযুক্তদের আইনের আওতায় নেয়ার পর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তদবির সংস্কৃতি বন্ধ করার প্রতি আহবান জানিয়ে বক্তাগণ বলেন, “আজ আপনি ছোট্ট ভুলের জন্য যেদিন কাউকে রক্ষা করলেন, আগামীতে তার দ্বারাই বড় অপরাধ সংঘটিত হওয়ার ক্ষেত্র সৃষ্টি হলো! কারণ, সে জেনে গেলো যে তাকে রক্ষা জন্য আপনি তো রয়েছেন। সকল প্রকার অপরাধ কর্মকান্ড বন্ধ এবং প্রতিরোধ করতে হলে আগে আমাদের ‘মানুষ’ হতে হবে। আমরা যেদিন প্রকৃত অর্থে ‘মানুষ’ হতে পারবো, সেদিন সমাজ থেকে ‘অপরাধ’ শব্দটি বিলীন হয়ে যাবে।”
সমাবেশে চাটমোহর পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিট পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, শিক্ষার্থীগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রচুর নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাটমোহর থানার ইন্সপেক্টার (তদন্ত) এম. হান্নান মাহমুদ।