আজ শনিবার ( ১৭ অক্টোবর) তাড়াশে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২০ নভেম্বরের মধ্যে উপজেলার সব ইউনিয়ন এবং ১২ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হযেছে । উপজেলা সভাপতি মোঃ আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, তাড়াশ-রায়গঞ্জ- সলঙ্গার সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, জেলা সহসভাপতি মোঃ আবু ইউসুফ সুর্য, কে এম হোসেন আলী হাসান, সাবেক সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ পৌর আ’লীগ সভাপতি মোঃ হেলাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের সহসভাপতি মোঃ মোক্তার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক শ্রী রজত ঘোষ, এস আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীনুর আলম লাবু , প্রচার সম্পাদক মোঃ আছাব আলী কিরণ, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আনোয়র হোসেন তাপস, যুবলীগের সভাপতি ও ভাইসচেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা আ’লীগ সভাপতি মোছাঃ মনোয়ারা খাতুন মিনি, মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন রুবেল, সাধারন সম্পাদক মোঃ শামীম হোসেন আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম কবির প্রমূখ । সভায় আগামী ১২ ডিসেম্বর উপজেলা আ’লীগের কাউন্সিলের দিন নির্ধারিত হয়।