উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার উলাপাড়া শহীদ মিনার পাদদেশে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উলাপাড়া মডেল থানা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।
উলাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাসের সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা ও মনিরুজ্জামান পান্না, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম আরজু, উপজেলা যুবলীগের আহŸায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল বক্তব্য রাখেন। এ ছাড়াও উলাপাড়া পৌরশহরের ১.২ও ৩ নং বিট পুলিশিং এলাকায় অনুরূপ সমাবেশ অনুষ্ঠিত হয়।