পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আলী আছগার চাটমোহরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগার অভিযোগ করেন,‘বিএনপি আমাদের নির্বাচনী অফিস করতে বাধা দেওয়াসহ আমার কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে। আমাদের লিফলেট বিতরণে বাধা দেওয়াসহ ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগও দিয়েছি।”
তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করে বলেন,একটি বিশেষ দল নির্বাচনে আমাদের নানাভাবে বাধা সৃষ্টি করছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী আছগার বলেন,এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই,সবাই আমারা বাংলাদেশের মানুষ।
তিনি বলেন,আমি শীঘ্রই আমার নির্বাচনী ইশতেহার ঘোষনা করবো। নির্বাচনে তিনি সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনসহ সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় পাবনা-৩ আসনে জামায়াতের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান পাবনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এস এম সোহেল,চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান,পাবনা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফজলুল হক,ভাঙ্গুড়া উপজেলা ছাত্রশিবির সভাপতি আবু হুরায়রাসহ অন্যরা উপস্থিত ছিলেন।