পাবনার ভাঙ্গুড়া উপজেলার ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ে ৩০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনের প্রথমার্ধে ক্রীড়া প্রতিযোগিতা এবং দ্বিতীয়ার্ধে নবীন বরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আতিকুজ্জামান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জেলা জামায়াতে ইসলামের সহকারী তরবিয়াত সেক্রেটারি মুহাম্মাদ আলী আছগার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ওয়াজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি কামরুজ্জামান চঞ্চল, যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন, সদস্য সাংবাদিক এস.এম নাহিদ হাসান ও হাসিনুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকালে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি নেতা কামরুজ্জামান চঞ্চল সহ অন্যান্য অতিথিবৃন্দ।