ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় নারী উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় নিহত পিতা-পুত্রের অসহায় পরিবারকে বিশ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়ালেন ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ। শনিবার তিনি উপজেলা পরিষদের তহবিল থেকে দশ হাজার টাকা প্রদান করেন। এর আগে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ওই পরিবারের বিধবা নারী ও সন্তানদের জন্য আরো দশ হাজার টাকা প্রদান করেছেন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি উপস্থিত ছিলেন। টাকা হাতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের স্বজনরা।
উপজেলা চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ বলেন,নিহতদের পরিবারের সকল পুরুষ সদস্য হামলায় আহত। তারা এখনো চিকিকিৎসাধীন। ওই পরিবারের নারী ও তাদের সন্তানেরা খুব অসহায় হয়ে পড়েছে। তাই বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।
উল্লেখ্য,এক নারীকে কুপ্রস্তাব ও এসিড নিক্ষেপের হুমকির প্রতিবাদ করায় ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাসবেলাই গ্রামের বখাটে মফিদুল ইসলাম(৩৮) দুষ্ট গ্রাম প্রধান বেল্লাল হাজি ও আবুজল প্রামানিকের সহায়তায় গত বুধবার ধারালো অস্ত্রশ্বস্ত্র নিয়ে একই গ্রামের গফুর আলীর বাড়িতে হামলা চালায়। এতে ওই নারীর পরিবার ও স্বজনসহ ১৫ জন গুরুতর আহত হন।
মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের বয়োজেষ্ঠ তোরাপ আলী ও তার ছেলে ফজলুল হক মারা যান।
এ ব্যাপারে রত্না খাতুনের দায়ের করা মামলায় পুলিশ গ্রাম্য প্রধান আবুজল প্রামাণিক ও বখাটে মফিদুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।