চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৬ অক্টোবর শুক্রবার সন্ধায় দৈনিক আলোকিত সকাল পত্রিকার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গুনাইগাছা ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলামের সভাপতিত্বে এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার ফরিদপুর প্রতিনিধি আবু সাইদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য প্রদান করেন, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টার।
বিশেষ অতিথি’র বক্তব্য প্রদান করেন, ফরিদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: গোলাম হোসেন গোলাপ, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন। আমন্ত্রিত অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন- সাপ্তাহিক চাটমোহর বার্তা পত্রিকা সম্পাদক এস. এম. হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, পাবনা’র দৈনিক জীবন কথা পত্রিকা সম্পাদক এ. এস. এম. আব্দুল্লাহ্,, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকা সম্পাদক মো: রফিকুল ইসলাম রনি, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ, সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকা সম্পাদক প্রভাষক ইকবাল কবীর রঞ্জু প্রমূখ। বক্তাগণ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান শেখ হাসিনা সরকার প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন সাংবাদিকতার প্রতি গুরুত্ব দিয়েছেন। যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকারের সংবাদমাধ্যম গুলোর প্রসার ঘটেছে।
সাংবাদিকদের উচিৎ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম, নারী নির্যাতন, ধর্ষণ, ঘুষ, দুর্নীতি’র খবর প্রকাশ করতে হবে। দৈনিক আলোকিত সকাল পত্রিকা’র পাবনা স্টাফ রিপোর্টার এস. এ. মারুফ-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আয়োজনের দ্বিতীয় পর্বে সমাজসেবা, জনসেবা, সাংবাদিকতা, শিক্ষকতা, মানবাধিকার শাখায় মোট ১৭ জনকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর অতিথিবৃন্দ কেক কেটে পত্রিকাটির ৩য় বর্ষপূর্তি এবং ৪র্থ বর্ষে পদার্পনের মাহেন্দ্রক্ষণকে উপভোগ করেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।