ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে আধুনিক পার্কিং সুবিধা সহ বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহ:বার ( ১৫ অক্টোবর) বেলা ১১ টায় ভিডিও কনফারেন্সে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গা থানার পাঁচলিয়া বাজারের পশ্চিম পার্শ্বে পণ্যবাহী গাড়ি চালকদের জন্য আধুনিক পার্কিং সুবিধা সহ বিশ্রামাগারের জন্য এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । এ সময় পাঁচলিয়ায় ভিডিও কনফারেন্সের সাথে যুক্ত ছিলেন, পাবনা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক সমীরণ রায়, সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক, উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাহিদ হাসান খান, সিরাজগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাহারিয়ার রহমান খান, সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় জন সাধারণ।