উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-ঈশ্বরদী রেলপথে উলাপাড়া উপজেলার সলপ স্টেশন বাজারের পাশে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন শফিকুল ইসলাম (৪৮)। তিনি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রকোল গ্রামের মৃত খসুম আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮ টার দিকে। স্থানীয় পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য হামিদুল ইসলাম জানান, ঘটনার সময় শফিকুল ওই রেলপথ ধরে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘাটিনার দিকে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে রাজশাহীগামী আন্তঃনগর এক্সপ্রেস সিল্কসিটিতে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।