পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার উপদেষ্টা ও টাস্কফোর্স কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাহেদ পারভেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আব্দুস সালাম, জেলা মার্কেটিং অফিসার মো: হুমায়ুন কবির, সুশীল সমাজের প্রতিনিধি মির্জা শহিদুল ইসলাম, পাবনা হোটেল-রেঁস্তোরা মালিক সমিতি’র সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, পাবনা চাউল কল মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রমূখ। বক্তাগণ, দফায় দফায় বর্ষা এবং টানা বর্ষণের কবলে কাঁচা মরিচ ও সবজি চাষিরা বারংবার ক্ষতিগ্রস্থ হওয়ায় স্থানীয় বাজারে কাঁচা মরিচ ও সবজি’র মূল্য বৃদ্ধির ঘটনা ঘটেছে। আগামী দু’সপ্তাহের মধ্যে সবজি’র মূল্য স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ইতোমধ্যে স্থানীয় হাটে ধানের দাম হ্রাস পাওয়ায় এবং ওএমএস কর্মসূচি’র মাধ্যমে চাউল বিক্রি শুরু হওয়ায় বাজারে চাউলের দাম কমেছে। যথাযথ মনিটরিং-এর মাধ্যমে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তবে আলু, ভোগ্য তেল ও ডাউলের মূল্য নিয়ন্ত্রণে কোল্ডস্টোরেজ, আমদানীকারক পর্যায়ে প্রশাসনিক নজরদারী বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করা হয়। জেলার শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন বাজার প্রতিনিধি, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তর সমূহের সরকারি কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।