পাবনা বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্চিত করার অভিযোগে বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। আজ মঙ্গলবার স্থানীয় মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারী করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ।
উল্লেখ্য গত সোমবার বেড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় সভা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্চিত করার অভিযোগ উঠে পৌর মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে। এ ঘটনায় পৌর মেয়র আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়।