“দূর্যোগ ঝুকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আর্ন্তজাতিক দূযোর্গ প্রশমন দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত দূর্যোগ প্রশমন দিবসে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান।এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম। অনুষ্ঠান শুরুতেই স্বাগতহ বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, একদন্ত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসমাইল সরদার,উপ-সহকারি প্রকৌশলী মাহবুবা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান খাজা প্রমূখ। উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।