পরিসংখ্যান কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছেন পরিসংখ্যান টাস্কফোর্সের সদস্যরা। তবে দীর্ঘদিন স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের দাবি থাকলেও সেটি আসেনি টাস্কফোর্সের সুপারিশে।
সোমবার পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে পরিসংখ্যান টাস্কফোর্সের সুপারিশের খসড়া প্রতিবেদন জমা দেন টাস্কফোর্সের প্রধান ড. হোসেন জিল্লুর রহমান। এ সময় অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সভা শেষে হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, পরিসংখ্যান কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। এর প্রধান হবেন চিফ স্ট্যাটিসিয়ান।
স্বাধীন কমিশন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের একমাত্রিক প্রশ্নের উত্তর দেওয়া চ্যালেঞ্জিং। এটি আমাদের কাজের সূত্রপাতের অংশ ছিল না। সাহসী, সময়োপযোগী, বাস্তবসম্মত সংস্কার প্যাকেজ এ প্রতিবেদনের মাধ্যমে জমা দিয়েছি।
হোসেন জিল্লুর রহমান আরো বলেন, টাস্কফোর্স গঠন করা হয়েছে বাংলাদেশের পরিসংখ্যানকে গুণগত পর্যায়ে এবং স্বচ্ছতার পর্যায়ে দৃশ্যমান করার জন্য। এজন্য যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলো নিশ্চিত করা দরকার, সেগুলো কিভাবে সুনির্দিষ্টভাবে বিন্যাস করা যায়,সেগুলো তুলে ধরেছি।
বিবিএসকে ‘পরিসংখ্যান বাংলাদেশ’-এ রূপান্তরিত করতে সাহসী সংস্কারের আহ্বান জানিয়েছে স্বাধীন টাস্কফোর্স।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে শক্তিশালী করার জন্য গঠিত স্বাধীন টাস্কফোর্স (ইন্ডিপেন্ডেন্ট টাস্কফোর্স) বিবিএসকে একটি আধুনিক, স্বায়ত্তশাসিত এবং বিশ্বস্ত জাতীয় পরিসংখ্যান সংস্থায় পরিণত করার জন্য একটি ব্যাপক সংস্কার প্যাকেজের আহ্বান জানিয়েছে।
পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে স্বাধীন টাস্কফোর্সে ছিলেন বিবিএসের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, র্যাপিড-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএসআরটির অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আতনু রব্বানী এবং বিআইডিএস-এর গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনুস।
পরিকল্পনা উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে, টাস্কফোর্স বিবিএস-এর নাম পরিবর্তন করে স্ট্যাটিস্টিকস বাংলাদেশ (স্ট্যাটবিডি) রাখার এবং এর প্রধানের পদকে প্রধান পরিসংখ্যানবিদ, একটি বিশেষ স্কেল পদ হিসেবে উন্নীত করার প্রস্তাব করেছে, যা স্বাধীনতা ও পেশাদারিত্বের নতুন যুগের ইঙ্গিত দেয়। একটি কেন্দ্রীয় সুপারিশ হলো ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি কাউন্সিল অফ স্ট্যাটিস্টিকস (আইটিসিএস) তৈরি করা, যা একটি উচ্চ-স্তরের সাত সদস্যের সংস্থা যা প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধান, বার্ষিক কর্মক্ষমতা এবং ব্যয় নিরীক্ষা পর্যালোচনা এবং প্রধান পরিসংখ্যানবিদ নির্বাচন প্রক্রিয়া তত্ত্বাবধান করবে। এই কাউন্সিলের নেতৃত্বে থাকবেন পরিকল্পনা উপদেষ্টা।
সূত্র: আমার দেশ।