সিরাজগঞ্জের সলঙ্গার পল্লিতে অগ্নিকান্ডে এক কৃষকের ঘর পুড়ে ছাই হয়েছে। জানা গেছে, থানার রামকৃঞপুর ইউনিয়নের ভট্টমাজুড়িয়া গ্রামের খলিল প্রামানিকের ঘরে সোমবার ( ১২ অক্টোবর) সকালে বৈদ্যুতিক সর্ট সার্কিটের সুত্রপাত হয়ে আগুন লাগে। এতে তার ২ টা ঘরসহ ঘরে থাকা ধান,চাল,আসবাব পত্র,নগদ টাকা,জমির দলিলাদি ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে অন্তত ২ লাখ টাকার ক্ষতি হয়ে হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।