পাবনার আটঘরিয়া উপজেলার ৩২নং নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এর ভিত্তিপ্রস্তর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো: তানভীর ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোনতাকিমুর রহমান, প্রকৌশলী এ এইচ এম রবিউল আউয়াল রিজভী, সহকারি শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান খাজা, ইউপি সদস্য তারা হোসেন, হামিদা খাতুন, ঠিকাদার মো: আনিসুর রহমানসহ বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ। ৯০ লাখ টাকা ব্যয়ে সাত কক্ষ বিশিষ্ট ২য়তলা ভবন নির্মাণ করা হবে বলে উপজেলা এলজিইডি অফিস সূত্র জানা গেছে।