সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৬নং দূর্গানগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বর) পদে উপ-নির্বাচনে প্রার্থী আব্দুল কাদের সবুজ ৯ শ ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় পাঁচ প্রার্থীর মধ্যে শহিদুল ইসলাম মন্ডল কোন ভোট পাননি। শনিবার ওয়ার্ডটিতে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দূর্গানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোট ৩ হাজার ২শ ৬৮ ভোটার সংখ্যা। গত শনিবার ১০ ( অক্টোবর ) রাউতান দাখিল মাদরাসা ও চরভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১ হাজার ৮শ ৯৪টি ভোট পড়েছে। অপর তিন প্রার্থীদের মধ্যে আব্দুস সালাম ৬শ ২৭ ভোট, রাশেদুল করিম বাবু ২শ ৯৩ ভোট ও এনামুল হক ৩ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদ রানা জানান, বিগত ২০১৯ সালে ১ নভেম্বর ওয়ার্ডটির নির্বাচিত ইউপি সদস্য আব্দুল করিমের মৃত্যুতে ওয়ার্ডটির সদস্য শুন্য হয়।