টাঙ্গাইলের গোপালপুরে শারদীয় দুর্গাপূজা ২০২০ উদযাপন উপলক্ষে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।গোপালপুর থানা পুলিশের আয়োজনে (১১ অক্টোবর) দুপুরে গোপালপুর থানা প্রাঙ্গণে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা খবং শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে, পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোপালপুর থানার তদন্ত অফিসার মো.কাইয়ুম খান সিদ্দিকী, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আমির খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপির মহিলা শিক্ষিকা শামসুন্নাহার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমেন্দ্র নাথ সরকার বিমল, কেন্দ্রীয় কালী মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন সাহা, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার দেপ, আরো উপস্থিত ছিলেন প্রদীপ চন্দ্র চন্দ, অজিত অজিত কুমার পাল বাবলু, হিমাদ্রি চন্দ্র চন্দ্র, বাবু সুভাষ কুন্ডু সহ উপজেলার সকল পূজা মন্ডপ এর কর্মকর্তাবৃন্দ।বক্তারা জানান ৩৪ টি পূজ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ।