দেশে অব্যহত ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ এবং ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবীতে পাবনা জেলার চাটমোহরের স্থানীয় সচেতন তরুন সমাজ-এর উদ্যোগে ১১ অক্টোবর রবিবার বেলা ১১টায় চাটমোহর পৌর সদরের জিরোপয়েন্ট মোড়ে ধর্ষণ বিরোধী মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। আয়োজকেরা এ সময় ধর্ষণ বিরোধী ৯ দফা দাবীতে গণ-স্বাক্ষর সংগ্রহ, প্রতীকী বিচার ও ধর্ষকের ফাঁসি কাষ্ঠে ঝোলানোর দৃশ্য উপস্থাপন, ধর্ষণ বিরোধী প্রতীকী চিত্র প্রদর্শনী করে। বেলা ১১টার পূর্বেই অংশ গ্রহণকারীরা পাশাপাশি দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে থাকেন। মানবন্ধনে বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর উপজেলা শাখা’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চেতনায় চাটমোহর-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেমান আসাদ, ভূমিহীন উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মো: নুরে আলম মঞ্জু, যুব নেতা আলমগীর মোহাম্মদ, চাটমোহর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইসাহক আলী, শিক্ষিকা মুনিরা পারভীন।
এছাড়াও চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সহ-সভাপতি শেখ মো: জিয়ারুল হক সিন্টু, বিশিষ্ট অংকন শিল্পী মানিক দাস, চ্যানেল ২৪ এর পাবনা প্রতিনিধি শাহীন রহমান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো: নুরুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ্। আয়োজক তরুন প্রজন্মের নেতৃবৃন্দের মধ্যে সামাজিক সংগঠন ‘তারুণ্যের আলো’র মেহেদী হাসান মিলন, স্টুডেন্টস্ থিয়েটার আর্টের মাহদি ইয়ানুর মিথেল, চাটমোহর ডিবেট ক্লাবের আসিফুল ইসলাম অন্তর, রুবায়েত হক রুদ্র, একরামুল হাসান রাসেল, কবির নেহাল, চাটমোহর সনাতন যুব সংঘের পক্ষে সজিব কুমার দাস, আকাশ নীল সংঘের দেবজিৎ কুন্ডু বাঁধন, চাটমোহর ব্লাড ডোনার ক্লাবের মাজেদুল ইসলাম, তারুণ্যের আলো’র আবু বকর সিদ্দিক, মো: নাহিদ হাসান, রাজকুমার কুন্ডু সহ স্কুল শিক্ষক, সচেতন অভিভাবক,
যুব সমাজ, তরুন সমাজের ছেলে-মেয়েরা ধর্ষণ বিরোধী বিভিন্ন শ্লোগান সমৃদ্ধ ব্যানার ফেষ্টুন নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন। প্রায় ১ ঘন্টা স্থায়ী মানববন্ধন শেষে অবস্থান কর্মসূচি করে মৌন মিছিল মিছিল সহযোগে ৯ দফা দাবী সম্বলিত মাননীয় প্রধানমন্ত্রী বরাবর লিখিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে জমা দেয়া হয়।