এক মাসের মধ্যে কাউন্সিলের সকল প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত জানালেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আ.লীগের বর্ধিত সভায় উপস্থিত বর্ষিয়াণ নেতৃবৃন্দ। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টা হতে ধানগড়া দলীয় কার্যালয়ে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজী জিন্নাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,সিরাজগঞ্জ জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আ.লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক, সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা: হাবীবে মিল্লাত মুন্না, রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার মাননীয় সাংসদ অধ্যাপক ডা: আব্দুল আজিজ,জেলা আ.লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান খান,সিরাজগঞ্জ শহর আ.লীগের সভাপতি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।