ভাঙ্গুড়া রুপসী বাজারে ভ্যাড়াইটি স্টোর ও ডেকোরেটর দুটি দোকান পুড়ে ছাই। এতে প্রায় আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রুপসী বাজারে গত শুক্রবার দুপুর আনুমানিক বারোটায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোঃ মেহেদী হোসেন ও লিটনের দুটি দোকান ভস্মীভূত হয়ে যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্হানীয়রা ধারণা করছেন। ফায়ার সার্ভিস ঘটনা স্হলে পৌছার আগেই স্হানীয় দের ঘন্টাব্যাপী প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণনে আনে।স্হানীয়রা আরো জানায় এদের দুজনই শেষ সম্বল নিয়ে ব্যবসা করছিলো একমাত্র উপার্জনের দোকান দুটি পুড়ে যাওয়ায় নির্বাক মেহেদী, লিটন।