সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া নতুন বাজারের উত্তরে বাঘাবাড়ি-নিমাইচরা বাঁধের পাশের বড়ালনদীর তীর থেকে পুলিশ শুক্রবার ( ৯ অক্টোবর) ভোরে এক অজ্ঞাত যুবকের (৩৫) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী জানায়, লাশ প্রাপ্তিস্থানের অদূরেই প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হত। তাই তাদের ধারণা দূর থেকে আগত ওই যুবকের সাথে জুয়ার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে জুয়াড়ীরা হয়তবা তাকে হত্যার পর লাশ পানিতে ফেলে দিয়েছে। এরপর লাশের শরীরে পঁচন ধরায় তা ওই স্থানে ভেসে উঠে বালুচরে আটকা পড়েছে।
মাছ ধরা জেলেরা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) ফজলে আশিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।