পাবনার চাটমোহরে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জয়ারুকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। আটককৃত জুয়ারু হলো উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল করিম (২৫) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার চামটা চাদপুর গ্রামের ইব্রাহীম আলীর ছেলে মনির হোসেন (৩০)। বৃহস্পতিবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মুক্তার হোসেনের বাড়িতে জুয়ার আসর থেকে ৫ জন জুয়ারু পালিয়ে গেলেও পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় নগদ ৩ হাজার ৮৩০ টাকা, দুই সেট তাস ও অন্যান্য নরঞ্জাম জব্দ করে। চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, থানায় ৭ জনের নামে মামলা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে