পাবনার চাটমোহরে প্রিন্সিপাল এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ অক্টবর সকালে এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু এর সভাপতিত্বে, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈকত ইসলাম, মতবিনিময় সভায় দেশে চলমান শিক্ষা ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার এমপিও ভুক্ত সাধারন, কারিগরি ও মাদ্রাসার অধ্যক্ষ বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আলোচনায় অংশ গ্রহন করেন অধ্যক্ষ মোঃ সদর উদ্দিন, অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকি, অধ্যক্ষ মোঃ রেজাউল করিম হেলাল, অধ্যক্ষ আতাউর রহমান, অধ্যক্ষ আব্দুর রউফ, অধ্যক্ষ আব্দুল মতিন, অধ্যক্ষ আবুল হোসাইন, অধ্যক্ষ জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু।