সলঙ্গা থানার বওলাতলা পল্লী উন্নয়ন সমিতি মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৯ অক্টোবর) বিকেলে জনাকীর্ণ মাঠে ফেউকান্দি ইয়াং স্টার ক্লাব বনাম কুঠিপাড়া শতদল স্পোটিং ক্লাব অংশ গ্রহন করে। ২-১ গোলে কুঠিপাড়া শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। সলঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুবুল আলম রাসেলের সভাপতিত্বে খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সফল সংগ্রামী সভাপতি,জননেতা আকমল হোসেন বাদশা। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু, সাধারন সম্পাদক রিপন আহমেদ, পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাবেক জেলা ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম রাজু, সলংগা থানা ছাত্রলীগের সাবেক সদস্য ইমতিয়াজ হাসান, সলংগা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, সলংগা অনার্স কলেজ শাখা ছাত্রলীর সাধারন সম্পাদক আব্দুল্লাহ সরকার, সাংবাদিক হোসেন আলী, টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তামিম, আব্দুল জব্বার সহ অন্যান্য সম্মানীত অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলকে রঙিন টিভি ও রানার্স আপ দলকে এন্ড্রয়েট মোবাইল ফোন পুরস্কার তুলে দেন সম্মানীত অতিথিবৃন্দ।