বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে পাসপোর্টে ডলার সংযুক্তি (এনডোর্সমেন্ট) করতে গিয়ে ব্যাংকের অতিরিক্ত ফি নিয়ে বহুদিন ধরেই গ্রাহকদের মধ্যে অভিযোগ ছিল। অবশেষে সেই অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের সব তফসিলি ব্যাংক পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত আদায় করতে পারবে। এর বাইরে কোনও সার্ভিস ফি, কমিশন বা চার্জ নেওয়া যাবে না।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ (বিআরপিডি) রোববার (১১ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ব্যাংক এতদিন পাসপোর্টে ডলার সংযুক্তির সময় নানা নামে বিভিন্ন হারে ফি, সার্ভিস চার্জ ও কমিশন নিচ্ছিল, যা অনেক সময় ৩০০ টাকার অনেক গুণ বেশি ছিল। এই অতিরিক্ত খরচে ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হচ্ছিলেন সাধারণ গ্রাহকরা। ফলে তারা অনেক সময় অবৈধ বা অনির্ভরযোগ্য মাধ্যম বেছে নিতে বাধ্য হচ্ছিলেন।
এ পরিস্থিতি পরিবর্তনে ও বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা লেনদেনে উৎসাহ দিতে কেন্দ্রীয় ব্যাংক এবারই প্রথমবারের মতো পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ সীমায় নির্ধারণ করে দিল। এখন থেকে কোনো ব্যাংক অতিরিক্ত অর্থ আদায় করলে তা হবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরিপন্থী।
এই নির্দেশনা কার্যকরের ফলে এখন থেকে বিদেশগামী যাত্রীরা নিশ্চিন্তে এবং স্বল্প খরচে ব্যাংকিং মাধ্যমে ডলার এনডোর্স করতে পারবেন। এতে করে একদিকে যেমন বাড়বে ব্যাংকিং খাতের স্বচ্ছতা, অন্যদিকে হাওলা বা অবৈধ চ্যানেলের ওপর নির্ভরতা হ্রাস পাবে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অর্থনীতিবিদ ও ভোক্তা অধিকারকর্মীরাও বলছেন, এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। এর ফলে ব্যাংকগুলো আরও বেশি গ্রাহকবান্ধব হবে এবং বিদেশগামীদের ভোগান্তি কমবে।
সূত্র: এফএনএস