সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার এলজিইডি’র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ ( আর আইএমপি-৩) এর আওতায় ১শ ৪০ জন নারী কর্মীদের মাঝে মাসিক ভাতার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে দুপুর সাড়ে বারোটায় উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এ চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম , ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা প্রকৌশলী নাঈম উদ্দীন প্রমুখ। উল্লাপাড়ার ১৪ টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে ১০ জন করে মোট ১শ ৪০ জন নারী কর্মী এ কর্মসূচীতে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ১৫ জন ইমামের মাঝে চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম এমপি।