দেশব্যাপী ধর্ষন ও নির্যাতন বেড়ে যাওয়ায়, ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবিতে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ। আজ মঙ্গলবার বেলা ১১টায় পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সচেতন নাগরিকের পক্ষে রাহিমা খাতুন,জাকিয়া পারভীন বিথী,তাহসীনা পারভীন তমা, সুমাইয়া পারভীন প্রমূখ। বক্তরা ধর্ষনের মামলা দ্রুত বিচার ট্রাইব্রুনালে দ্রুত শেষ করাসহ ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবী জানান।