সিরাজগঞ্জের সলঙ্গায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে । আটককৃতরা হলো- কামারখন্দ উপজেলার পাইকশা গ্রামের সাইদুল শেখের পুত্র আসলাম শেখ (২৩) , সলঙ্গার ভেংড়ি গ্রামের মজিবর মন্ডলের পুত্র মোতালেব মন্ডল (২৫), উল্লাপাড়ার হাওড়া উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল সরদারের পুত্র নুর নবী সরদার (২৮), গয়হাট্টা গ্রামের রেজাউল করিমের পুত্র আব্দুল খালেক (২৭), একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র আব্দুল হান্নান (২২) ও শফিকুলের পুত্র সাব্বির হোসেন (২৩)।
সোমবার (৫ অক্টোবর) বিকাল ৪ টায় এই তথ্য নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবির ওসি) মিজানুর রহমান । তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ২ টার দিকে হাটিকুমরুল -বনপাড়া মহাসড়কের উত্তর পাশে সলঙ্গা থানার বাদেকুশা গ্রামের জনৈক আলমের পরিত্যক্ত বাড়ি হতে ডাকাতির প্রস্তুতিকালে ১টি দেশীয় শাটার গান, ৩ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি কাটারসহ তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।